প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) কর্তৃক আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট মৌলভীবাজার নিবন্ধন লাভ করেছে।
গতকাল সোমবার আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট মৌলভীবাজার এনএসডিএর পক্ষ থেকে নিবন্ধন লাভ করে বলে নিশ্চিত করা হয়।
আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট মৌলভীবাজারে অধ্যক্ষ হিসেবে তোফায়েল আহম্মদ যোগদানের পর অত্র প্রতিষ্ঠানে প্রশিক্ষণের মান উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি প্রশিক্ষণের পরিবেশ ও সৌন্দর্য বর্ধনের উপর বিশেষ নজর দেন।
এরই ধারাবাহিকতায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদনের জন্য আবেদন করা হয়। গত জানুয়ারি মাসে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট মৌলভীবাজার পরিদর্শন করা হয়।
উক্ত টিম প্রশিক্ষণের পরিবেশ, প্রশিক্ষণের মানসহ সার্বিক বিষয় বিবেচনা করে অত্র ইনস্টিটিউটকে নিবন্ধন দানের জন্য সুপারিশ করে। সিলেট বিভাগের মধ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে।
তাদের মধ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক আঞ্চলিক সমবায় ইন্সটিটিউট মৌলভীবাজার ই প্রথম নিবন্ধন লাভ করে।
এজন্য উক্ত ইনস্টিটিউট এর সুযোগ্য অধ্যক্ষ (উপনিবন্ধক) তোফায়েল আহম্মদ কে সিলেটবাসীদের পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন এলাকার সূধীজন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS